ত্রিপুরায় প্রজাতন্ত্র দিবস পালন

26th January 2020 অনান‍্য
ত্রিপুরায় প্রজাতন্ত্র দিবস পালন


দেশজুড়ে ৭১ তম প্রজাতন্ত্র দিবস যেভাবে সাড়ম্বরে পালিত হচ্ছে তার সঙ্গে সঙ্গতি রেখে ত্রিপুরা রাজ্যের প্রতিটি প্রান্তরেও একই ভাবে এই দিনটিকে স্মরণ করা হচ্ছে। ব্যতিক্রম নেই উত্তর জেলার কদমতলা ব্লকও।কদমতলা সমষ্টি উন্নয়ন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান পালিত হয়।  পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব পতাকা উত্তোলন করেন। তারপর জাতীয় সংগীত গেয়ে  দিনটির বিশেষত্ব তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক ও বিভিন্ন শিক্ষাবিদ ও সমাজ সেবকরা। তারপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা, দেশাত্মবোধক নাচ ও গান শুরু হয়। তাছাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে টেবলু নিয়ে রাস্তায় বের হয়।অপরদিকে, কদমতলা বাজার ব্যবসায়ী হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন। বয়স্কদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সর্বোপরি কদমতলা টাউনহলে ব্লক ভিত্তিক এক দেশাত্মবোধক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে ।

             ছবি - ভানুময় চন্দ





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।